কজন
কজন পেরেছে কাঁচের চুড়িতে প্রেমিক রেখে দিতে? কিংবা কজন-ই বা পেরেছে চোখের মুগ্ধতায় প্রেমিক-কে আগলে রাখতে? কপালে যাদের পোঁড়ানো আছে, মুছতে কি পেরেছে, ভালোবেসে? বরং ভালোবাসা তাদের পুঁড়িয়েছে করুন ভাবে! তুমি কেনো তবে সাহস দেখাও মেয়ে, তুমি জয়ী হবে? রঙহীন হাত কদিন-ই বা ভালো লাগবে প্রেমিকের চোখে পোঁড়াক্ষত দেখে সে কি চাইবে না পালাতে? রুপ-মাধুর্যহীন তুমি, কেনো-ই বা চাও জ্যোৎস্না হতে? সু-ব Prrbook Upworkmarket postmaster topguru monstarpublic usamarking powerbank cutly Redifiv bookstar link Youtubbook tumblrro Postmind Probook SocialMarking Prrmarsub Hastagcode Wortweb wwwsmbook quora-answer curred-add wordpress-wo classifiedsa Top-Backlinks Aliexpress Twin-M F-s-a-m-f Gabsocialm Temp Mail িশাল আকাশ, সে কি আদ্যো গ্রহন করবে তোমারে? তুমি বরং থেকে যাও, থেকে যাও, তোমার ভাঙা ছোট ঘরে যেখানে তোমার ক্ষত লুকিয়ে থাকবে লোকচক্ষুর আড়ালে!! ~আড়াল ---সায়েম রানা ( কুয়াশা)