কজন

কজন পেরেছে কাঁচের চুড়িতে প্রেমিক রেখে দিতে?
কিংবা কজন-ই বা পেরেছে চোখের মুগ্ধতায় প্রেমিক-কে
আগলে রাখতে?
কপালে যাদের পোঁড়ানো আছে, মুছতে কি পেরেছে, ভালোবেসে?
বরং ভালোবাসা তাদের পুঁড়িয়েছে করুন ভাবে!
তুমি কেনো তবে সাহস দেখাও মেয়ে, তুমি জয়ী হবে?
রঙহীন হাত কদিন-ই বা ভালো লাগবে প্রেমিকের চোখে
পোঁড়াক্ষত দেখে সে কি চাইবে না পালাতে?
রুপ-মাধুর্যহীন তুমি, কেনো-ই বা চাও জ্যোৎস্না হতে?
তুমি বরং থেকে যাও, থেকে যাও, তোমার ভাঙা ছোট ঘরে
যেখানে তোমার ক্ষত লুকিয়ে থাকবে লোকচক্ষুর আড়ালে!!
~আড়াল
---সায়েম রানা ( কুয়াশা)

 

Comments

Popular posts from this blog

Temp Mail temporary mail world address

A Recipe That Makes 8 Jumbo Blueberry